মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
শনিবার (৬ জুলাই) আত্মওসামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস) এর সাধারণ সভা সকাল ১১ টায় বোয়ালিয়া থানার মোড়ে রোকেয়া ভিলায় আসাউসের কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আসাউসের নবনির্বাচিত সভাপতি মো. জামাত খান।
সভায় বিগত বছরের কার্যাবলী ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন সংস্থার পরিচালক দেবাশীষ প্রামাণিক দেবু, সভায় বক্তব্য রাখেন সংস্থা সহ-সভাপতি ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক লিটন কুমার সরকার, সংস্থার সহ-সাধারণ সম্পাদক শুক্লা সরকার, সাংগঠনিক সম্পাদক সীতানাথ বনিক, কোষাধ্যক্ষ সুকুমার রবি দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার নাজমুল করিম অপু।
সংস্থার পক্ষ থেকে জানানো হয় পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীদের জন্য কর্মসূচি চলমান থাকবে।শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপরে সচেতনতামূলক
প্রচার অভিযান সেমিনার প্রশিক্ষণ ও আলোচনা সভার পরিকল্পনা ঘোষণা করা হয়।