স্বেচ্ছাসেবকলীগের ব্যানার ছিঁড়ে ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দিল বিএনপিনেতারা

আপডেট: জুলাই ১৬, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘি উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেনকে হত্যার হুমকি দিয়েছে বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় ছত্রলীগ নেতা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ্য করে মঙ্গলবার (১৬ জুলাই ) আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, আগামী ২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ব্যানার লাগাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। এর পেক্ষিতে উপজেলার ছাতীয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ী গ্রামেও বেশ কিছু শুভেচ্ছা ব্যানার লাগায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন।

গত রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে সেই ব্যানার ছিড়েঁ ফেলের অভিযোগ ওঠে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পলাশ ও হাসান প্রামানিকের বিরুদ্ধে।

ছাত্রলীগ নেতা আরমান হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকায় বেশ কিছু শুভেচ্ছা ব্যানার লাগায়। হঠাৎ করে রাতের বেলা বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা সেই ব্যানার ছিঁড়ে ফেলে আমি এগিয়ে গেলে তারা আমাই অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, এ সব মিথ্যা বানোয়াট। আমারা কোনো পোস্টার ছিঁিড় নাই। তারা নিজেরাই এই কাজ করে আমাদের নাম দিচ্ছে।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বলেন, তারা যখন পোস্টার লাগাচ্ছিল তখন আমরা চায়ের দোকানে ছিলাম। তারা পোস্টার লাগানোর সময় আমারা চলে যাই। আমরা তাদের পোস্টার ছিঁড়ি নাই বা তাকে কোনো হুমকিও দেই নাই।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।