শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের স্মরণে রাজশাহীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে।
সভার শুরুতে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভা শেষে শোকর্যালিও করা হয়।
সভায় বক্তারা রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, দেশ ও দেশের বাইরে আদিবাসীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ সরেন। তিনি আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন। তার অবদান সমগ্র আদিবাসী জাতি মনে রাখবে।
তারা বলেন, রবীন্দ্রনাথ সরেন সৎ ও সাহসী নেতা ছিলেন। অসুস্থ হওয়া সত্ত্বেও আদিবাসীদের অধিকারের জন্য তার যে প্রাণবন্ত অবদান সেটি আদিবাসী জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসী শিশু জন্য মাতৃভাষা শিক্ষা দান সহ সারাদেশে আদিবাসী সকল প্রকার নির্যাতন, হত্যা, লুটপাট শোষণ বঞ্চনার প্রতিবাদ করেছেন এবং প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
বক্তারা আরো বলেন, সরকারি চাকুরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহাল এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন করতে হবে। গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার চাই। সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ-দূর্নীতি বন্ধ করতে হবে।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সহ- সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সহ- সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, সেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, কেন্দ্রীয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, বগুড়া জেলা সভাপতি সন্তোশ সিং বাবু, কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা সাধারণ সম্পাদক প্রতাব সিং, কেন্দ্রীয় সদস্য অজিত কুমার মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, বগুড়া জেলা সাধারণ সম্পাদক সাগর সিং, নাটোর জেলা সাবেক সভাপতি সৃজল পাহান। স্মরণসভা আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সমাজ সেবক ওয়ালিউর রহমান বাবু স্মৃতি চারণ করেন।