স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বকুল এমপি

আপডেট: মার্চ ২৬, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্র্তত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার (২৬ মার্চ) বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও মুক্তিযোদ্ধা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ড প্রমূখ।

এর আগে সুর্যোদয়ের আগে উপজেলা শহীদ মিনার চত্বরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ