শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মজার মানুষ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামির। বিশ্বের সব দেশেই টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরি করে বেড়ানো স্যামি এই আসরে রাজশাহী কিংসের হয়ে বিপিএলে খেলছেন। রাজশাহীর খেলোয়াড়রা স্যামির সঙ্গ খুব করে উপভোগ করছেন। বিশেষ করে বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন এমন মজার মানুষের সঙ্গটাই বেশি উপভোগ করছেন।
এ ব্যাপারে সাব্বির বলেছেন, ‘স্যামি খুব মজার মানুষ-এটা সবাই জানে। আমরা ওর সঙ্গ উপভোগ করছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ও(স্যামি) অনেক দিন অধিনায়কত্ব করেছে। দুইবার দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছে। মাঠের ভেতরে-বাইরে সে অনেক মজার।’
টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করতে হয়। ঠিকঠাক মতো উপভোগ করতে না পারলে সাফল্য পাওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেছেন, ‘আমরা অনেক উপভোগ করছি। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক উপভোগের ম্যাচ। উপভোগ না করলে এই ক্রিকেটে আসলে ভালো কিছু করা সম্ভব না। আমরা উপভোগ করছি।’-বাংলা ট্রিবিউন