সড়কে ঝরলো ১৫ প্রাণ

আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঝরলো ১৫ প্রাণ। শুক্রবার দিনগত রাত তিনটে থেকে শনিবার দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে। পিরোজপুরে ৬ জন, মুন্সিগঞ্জে ৫ জন, কক্সবাজারে ২ জন এবং চট্টগ্রাম ও সিলেটে ১জন করে ২ জন নিহত হয়েছে।
পিরোজপুরে টমটমে বাসের ধাক্কা, নিহত ৬

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯) ও মো. ছাব্বির হোসেন (১৭)। এছাড়া বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পৃথক আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)। তিনি জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী বলে জানা গেছে।

মুন্সীগঞ্জে সড়কে ৫ ঘণ্টায় ঝরল চার প্রাণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি জাকির মোল্লা জানান।
নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে।
তারা হলেন: শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে উজ্জ্বল মৃধা (৩৫); কুষ্টিয়ার বেড়ামারার ঘোলদাগের বাসিন্দা ট্রাকচালক হোসেন আলী (৩৮) এবং গোপালগঞ্জের কোটয়ালীপাড়ার হাবিবুর রহমান (৬৫)।
অপর একটি লাশের পরিচয় খোঁজা হচ্ছে বলে ওসি জানান।

কক্সবাজারে চালক ও সহকারী নিহত
কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক এরশাদ মন্ডল (৩৮) এবং তার সহকারী শিব্বির আহমদ মারুফ (১৯)। এরশাদ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে। শিব্বির সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

চট্টগ্রামে মোটরসাইকেল আরোহী নিহত
নগরের পাহাড়তলী থানাধীন এ কে খান মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ (৩৬) জোরারগঞ্জ থানাধীন করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে। আহত মাহমুদ (৪০) নগরের বন্দর থানাধীন কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সিলেটে ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপারের মৃত্যু
সিলেটে বালু বোঝাই ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে কাওসার আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন চালক দুলাল মিয়া (২৫)।
শনিবার (১৮ মার্চ) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সেনেরবাজার (কটালপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার সিলেটের জৈন্তাপুর উপজেলার ধলাইপাড়ার মাহমুদ হোসেনের ছেলে। আহত দুলাল মিয়া একই ধলাইপাড়া কালা মিয়ার ছেলে।
তথ্যসূত্র: বাংলানিউজ, বাংলাট্রিবিউন, বিডিনিউজ