সড়কে ফিটনেসবিহীন গাড়ি রাজশাহীর সড়কে চলার সুযোগ বন্ধ হবে- প্রত্যাশা

আপডেট: এপ্রিল ২, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যু নেই বছরের একটি দিনও নেই। সড়ক দুর্ঘটনা নিরসনে দেশে কম হইচই হয় না। কিস্তু পরিস্থিতির কোনো উন্নতি হয় না। যেন সড়ক দুর্ঘটনা একটা সহা ব্যাপার হয়ে গেছে। সড়ক থাকবে, লোকও মরবে ব্যাপারটা এ রকম যেমন। যদি তাই না হবে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ কী করেন? ব্যবস্থা নেয় না কেন? এ প্রশ্নের উত্তর সহজে মিলবে না অথচ সড়ক দুর্ঘটনার কারণগুলো খুবই স্পষ্ট এবং এসব কারণ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়িত্বশীল।
সড়ক দুর্ঘটনাগুলোর কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয় ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে। তারপরও দেখা যায়, রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)র নিবন্ধিত বৈধ যানবাহনের সংখ্যা ৫৩ লাখ ৪৮ হাজার ১৬০টি। এরমধ্যে প্রায় সাড়ে ৫ লাখের বেশি গাড়ির ফিটনেস নেই। আরেক গবেষণা থেকে দেখা যায় ২৪ শতাংশ যানবাহনের ফিটনেস সার্টিফিকেট সঠিক নেই অথবা গ্রহণযোগ্য নয়। ফিটনেস সার্টিফিকেট নেই ৩৩ শতাংশ বাসের, ৫৬ শতাংশের স্পিড গভর্নর সিল নেই। ১০ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান ধ্বংস বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করছে বিআরটিএ। এ সমস্যা নিরসনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগণ আছেন। তারা এ ব্যাপারে উদ্যোগি হচ্ছেন না কেন?
রাজশাহীর জেলা প্রশাসন এ ব্যাপরে সিদ্ধান্ত নিয়েছে যে, সড়কে চলাচল ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। ৩০ মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলা সড়ক নিরাপত্তা কমিটি’ ও ‘জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক এই সভায় সভাপতিত্ব করেন। আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত, নিরাপত্তা নির্বিঘ্ন নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হবে।
উৎসাহব্যঞ্জক বিষয়টি হলো- ওই সভায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃবৃন্দ সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিআরটিসি ও পুলিশ বিভাগ এ ব্যাপারে স্ব-দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক সোনার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে রাজশাহীবাসী প্রত্যাশা করতেই পারে যে, এই ইদযাত্রায় রাজশাহীর সড়কে ফিটনেসবিহীন গাড়ির চলাচলের কোনো সুযোগ থাকবে না। আর যারা চালাবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ