সড়ক ছেড়ে ডিভাইডারে যাত্রীবাহী বাস

আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১১:৫০ অপরাহ্ণ

রাস্তা ছেড়ে ডিভাইডারের ওপর বাস

নিজস্ব প্রতিবেদক
নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়ক ছেড়ে ডিভাইডারে উঠে পড়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলি এন্টারপ্রাইজ (টাঙ্গাইল ব ০২-০০১৮) নামের ওই যাত্রীবাহী বাসটি পুঠিয়া থেকে আসছিলো। বাসটির সামনে আরও একটি বাস ছিল। তাকে ওভারটেক করতে গিয়ে তুলি এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের ওপরে উঠে যায়। এতে ডিভাইডারের ব্যাপক ক্ষতি হয়। তবে কেনো যাত্রী বা পথচারী আহত হননি।
নগরীর বোয়লিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বাসটি সড়ক ডিভাইডার থেকে সরানো হয়েছে। এ ঘটনায় কেউ আহত হন নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ