শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন এর সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল দুপুরে সরকার দুলাল মোটরসাইকেল নিয়ে পবা উপজেলা পরিষদ চত্বর থেকে নগরীর ভদ্রায় আসার পথে নওদাপাড়া বাস টার্মিনালের সামনে একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এর ফলে তিনি গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।