সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়ে ভ্যান চালকের মাথায় ২০ সেলাই

আপডেট: মার্চ ২৩, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় একজন গুরতর আহত হয়েছে। আহত ব্যক্তি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্বরোড এলাকার আঞ্চলিক উদ্যানতত্ত্বের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আঞ্চলিক উদ্যানতত্ত্বের সামনে একটি ট্রাক দাড়িয়ে ছিলো। পিছন দিক থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রিয়াদ গুরতর জখম হলে স্থানীয়রা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করেন।
জেলা হাসপাতালের আহসান হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ব্যক্তির শারিরীক অবস্থা গুরতর। তার মাথা ফেটে যাওয়ায় ২০টি সেলাই দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। কিন্তু ভ্যানটিকে উদ্ধার করা গেলেও, ট্রাকটিকে পালিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ