সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
২০২৩ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, ১২ বছরের নিচের বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে।
সোমবার (২০ মার্চ) এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব।
চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৪৯ জন ও বেসরকারিভাবে এক লাখ দুই হাজার ৯১৫ জন।
সরকার তিনবার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।
হজ পালনে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে ফ্লাইট চলাচল শুরু হবে ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২ আগস্ট। জাতীয় পতাকাবাহী সংস্থাটি তার বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ বিমান দিয়ে ১৫৯টি প্রাক-হজ ফ্লাইট ও ১৫২টি হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে।
প্যাকেজ অনুযায়ী, একজন ব্যক্তিকে এই বছর হজ করতে ৬.৮৩ লাখ টাকা দিতে হবে। যা ২০২২ সালের ৫.২২ লাখ টাকা থেকে বেশি।
২০২২ সালে কোভিড-১৯ মহামারীর কারণে মোট ৫৭,৮৫৬ জন হজযাত্রী হজ পালন করেছিলেন। মহামারীর আগে, প্রায় ২.৫ মিলিয়ন মানুষ প্রতি বছর হজ করতে সৌদি আরবে ভ্রমণ করত।- ঢাকা ট্রিবিউন