হঠাৎ ভাবনা অতঃপর স্যামিদের সেলফি উদ্যাপন

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল মঙ্গলবার এক অভিনব উদ্যাপন দেখেছে ক্রিকেট বিশ্ব। শেষদিকে চিটাগাং ভাইকিংসের প্রতিটি উইকেট প্রাপ্তির পর অদৃশ্য ক্যামেরায় দলের আনন্দের মুহূর্তটা বন্দি করে রাখেন অধিনায়ক ড্যারেন স্যামি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এমন উদযাপন কেন করলেন কিংসরা? দলকে চাঙা রাখতেই এমন উদযাপন করেছেন বলে জানান স্যামি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘এ ধরনের উদযাপন আপনাকে ভালো খেলার প্রেরণা জোগাবে। আমরা এক সময় ম্যাচে ছিলাম না। তবে আমরা চাপের মধ্যে থেকেও তাদের আটকে রাখতে পেরেছি। যেহেতু আমাদের টিম স্পিরিট আছে তাই এটা সম্ভব হয়েছে।’
প্রশ্নের উত্তরের শেষে স্যামি বলেন, ‘ভেবে দেখেন এটা কেমন অনুভব হয় যখন আমরা সেলফি তুলি।’ এ কথা বলেই আবার সংবাদ সম্মেলনেই সেলফি তোলার ভঙ্গি করেন।
তবে এমন উদযাপন আগে থেকে পরিকল্পনা করে করেননি কিংসরা। হঠাৎ মাঠের মধ্যেই এটা হয়ে গেছে বলে জানান স্যামি, ‘আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি এবং নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করি। তাহলে কেন আমরা ক্রিকেটে ছবি তুলবো না। যখন আপনি ভালো ক্রিকেট খেলবেন তখন এ ধরনের উদযাপন আপনার ভেতর থেকেই চলে আসবে।’
উল্লেখ্য, চিটাগাংয়ের ইনিংসের ১৯তম ওভারে দুই রান করতে গিয়ে রানআউটে কাটা পড়েন নবি। তখন সঙ্গে সঙ্গে দলের সব খেলোয়াড়কে নিয়ে তোলেন অদৃশ্য দলীয় ছবি তোলেন স্যামি। এর দুই বল পর আব্দুর রাজ্জাক আউট হলে আবারও সে একই উদযাপন। ওই ওভারের শেষ বলে যখন তাসকিন আহমেদ আউট হলেন তখন দলের খেলোয়াড়দের ক্যামেরায় বন্দি হলেন স্যামি ও ক্যাসরিক উইলিয়ামস। সবাই মিলে এবার তোলেন তাদের ছবি। এমনকি ম্যাচ শেষ জয় নিশ্চিত করার পরও একই চিত্র।