হরতালে স্বাভাবিক ছিল মানুষের জনজীবন

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে স্বাভাবিক ছিল রাজশাহীর মানুষের জনজীবন। দলটি হরতাল ডাকলেও মাঠে কাউকে দেখা যায়নি। একই সাথে হরতালের সমর্থনে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি দলটির নেতা কর্মীদের। শুধু নামেই ছিল বিএনপি ডাকা হরতাল। হরতাল ডেকে মাঠে ছিল না দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও দিনভর এর কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে। এদিকে হরতালকে কেন্দ্র করে কোনো ধনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দিনভর ট্রেন ও যাত্রীবাহী বাসগুলো সময় মত যাওয়া-আসা করেছে। একই সাথে সড়কে চলে পণ্যবাহী ট্রাকও।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে সাহেববাজার জিরোপয়েন্ট, শিরোইল, ভদ্রা, শহিদ কামারুজ্জামান চত্বর, নওদাপাড়া আমচত্বর, বিনোদপুর, তালাইমারী এলাকা ঘুরে হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি। এই গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে সবধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। মানুষ নিত্যদিনের মতই তাদের স্বাভাবিক কর্যক্রম চালিয়েছেন। এছাড়া নগরীর ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট, শপিংমলগুলো খোলা ছিল। দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি সাধারণ দিনের মত ছিল।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না জানান, সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ