হরিয়ানার এই মহিষটির মূল্য দুটি রোলস-রয়েস, দশটি মার্সিডিজের সমান!

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভারতের সবথেকে মূল্যবান মহিষ। হরিয়ানার সিরসার বাসিন্দা জগত সিংয়ের সঙ্গেই বাস করে আনমোল নামে এই মহিষটি। যে কিনা বর্তমানে সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। মহিষটির মূল্য বর্তমানে ২৩ কোটি টাকা, যা দুটি রোলস-রয়েস গাড়ি বা দশটি মার্সিডিজ-বেঞ্জের সমান। এই অভিজাত মহিষকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন অল ইন্ডিয়া ফার্মার্স ফেয়ারে।

তার দামে যেমন বিস্ময় রয়েছে তেমনি অবাক হবেন আনমোলের বিশেষ খাদ্যতালিকা এবং শারীরিক গঠন দেখলেও। আনমোলের জন্য নির্ধারিত একটি বিশেষ ডায়েট রয়েছে। প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে ৫ কেজি দুধ, ৪ কেজি টাটকা বেদানা, ৩০টি কলা, ২০টি প্রোটিন সমৃদ্ধ ডিম এবং ২৫০ গ্রাম বাদাম।

এছাড়াও তাকে দিনে দু’বার সরষের এবং বাদামের তেল দিয়ে স্নান করানো হয়। জানা গিয়েছে, আনমোলের মালিক জগৎ সিং তার মহিষের মাধ্যমে মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন। আনমোলের বীর্যই ৪-৫ লক্ষ টাকায় বিক্রি হয়।

এই আয় থেকে ভারতের মুরা জাতের মহিষের মান উন্নয়নে সাহায্য করা হয়। জগৎ সিং জানান, আনমোল তার পরিবারের একজন সদস্য। কোনও প্রস্তাবেই তিনি আনমোলকে বিক্রি করবেন না। তবে তার বীর্য বিক্রি করে অন্যান্য মহিষের মান উন্নয়ন চালিয়ে যাবেন।

আনমোলের বয়স বর্তমানে আট বছর। তার প্রতিদিনের খাওয়ার খরচই প্রায় ১,৫০০ টাকা। এই খাদ্যতালিকায় রয়েছে শুধুমাত্র ফল, কাজু এবং বাদাম। তার মালিক বিশ্বাস করেন, আনমোল শুধু মহিষ নয়, তাদের পরিবারের গর্ব।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ