বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ শহিদুল ইসলাম হলের বর্ধিত অংশ টিনসেড হলের আবাসিক শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হল ত্যাগ করেছেন। গত বুধবার দুপুরে হলের সহকারী প্রাধ্যক্ষ মহিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
টিনসেড হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৪-১৫ সিরিজের শিক্ষার্থীরা ব্যতিত অন্য কোন সিরিজের শিক্ষার্থীরা এ হলে থাকেন না। ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের আন্দোলনকে দমিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে আমাদের হল ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এর আগে গতকাল প্রশাসন এক বিজ্ঞপ্তিতে আমাদের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে অহিংস আন্দোলন চালিয়ে যাবো বলেও জানান তিনি।
এ বিষয়ে টিনসেড হলের সহকারী প্রধ্যক্ষ মহিবুল ইসলাম বলেন, ‘নিয়মের বাইরে গিয়ে শুধুমাত্র এই হলের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছিল। এজন্য তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই এই হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ পরবর্তীতে তাদের একাডেমিক কার্যক্রম শুরু হলে পুনরায় হল খুলে দেয়া হবে বলে তিনি জানান।
গত মঙ্গলবারের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভুত পরিস্থিতিজনিত কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-১৫ সিরিজের সকল একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।