রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাববানী সরকার
চলছে চলবে, অসাধুর ব্যবসা চলবে।
কার ঘাড়ে ক’টা মাথা আছে যে
হক কথা বলবে !
ভেবে দেখি যত দোষ
তার মূলে ওই যে, নন্দের ওই ঘোষ
ফোঁস-ফাঁস হয় যে বেশরম জনতার,
যাতে আছে এত ঝাঁজ
জারিজুরি মেলা ভাঁজ
রাঙা চোখে ঘোরাঘুরি ,
ক্ষমতার বাহাদুরি
আছে আরো কতো কিছু জাতিগত অধিকার।
অধিকারে দৃঢ় নই
ভাঙা গাড়ি ভাঙা ছই !
টেনে যায় তবু এই জীবনের খেয়া যে ,
নুন মাখা ভাত খেলে
বেড়ালও হাই গেলে
মিটবে কি স্বাদ বলো বাঙালি রেওয়াজে !
পান্তা ভাতে ঘি, পাই কি ! পাই কি !
গোলাভরা ধান ছিল
পুকুরের মাছ ছিল
কড়াইয়ে দুধ ছিল
মনে বড়ো সুখ ছিল-
এইসব মনে ক’রে
মিছেমিছি কেঁদে মরে
কী লাভ! এসো ভাই দুইহাতে তালি দি’
দেখো না এখনো যে হাতে মাখা গাওয়া ঘি !