হামলার প্রতিবাদে নগরীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বিক্ষোভ মিছিলে নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা-সোনার দেশ

সিলেট জালালাবাদ কলেজের ছাত্র ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর জঙ্গি শিবিরের বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ছাত্রলীগ রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রাজশাহী কলেজ চত্বর থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নগরীর জিরোপয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন। সভায় সভাপতিত্ব করেন, ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ। সভা পরিচালনা করেন, ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ ছাত্রলীগ, রাজশাহী মহানগর সহ-সভাপতিবৃন্দ, যুগ্মসম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমন্ডলি, উপ-সম্পাদকবৃন্দ, সহ-সম্পাদকবৃন্দ সদস্যবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের অন্তর্ভূক্ত বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ