হামলা হতে পারে ভারতের সংসদে!

আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
বদলা নিতে চাইছে পাকিস্তান। ভারতে নতুন করে হামলা চালাতে পাক গুপ্তচর সংস্থা আই এস আই শরণাপন্ন হয়েছে জইশ জঙ্গি মাসুদ আজহারের। দুয়ে মিলে সংসদ ভবনে হামলা চালাতে চাইছে । আর যদি সংসদে হামলার  পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে সেকেন্ড টার্গেট হিসেবে স্থির করা হয়েছে দিল্লির সচিবালয় ও অক্ষরধাম মন্দির।

07. Indian sansad

তাও যদি সম্ভব না হয়, তাহলে ভারতের বড়, জনভুল কোন জায়গা ঠিক করতে বলা হয়েছে। এই পরিকল্পনা মাফিক একটি বড় দলে তৈরি করার কাজে মন দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার। এদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গি পরিস্থিতি বিচার করতে ইতোমধ্যে ভারতে ঢুকে পড়েছে। দুই আত্মঘাতী জঙ্গি নাকি তান্ডব করতে ইতোমধ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বন্দুক নিয়ে কুলগাম থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে।

 

সেই বিষয়ে দেশের গোয়েন্দা সংস্থা দিল্লি পুলিশকে সাবধানও করেছে। এই সমস্ত কথাই ভারতের গোয়েন্দা সংস্থার তরফে গোপন রিপোর্টে সরকারকে জানিয়ে দেয়া হয়েছে।- আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ