শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
হামাসকে আরও ‘কোণঠাসা’ করতে এ বার তাদের
হামাসের তৈরি সুড়ঙ্গগুলিতে সমুদ্র থেকে সরাসরি পানি ঢুকিয়ে অবরুদ্ধ করার কাজ শুরু করেছে ইসরায়েল। হামাসকে আরো কোণঠাসা করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ইসরাইলি বাহিনি বরাবরই দাবি করে আসছে যে, গাজার নীচে হামাসের তৈরি সুড়ঙ্গগুলো তাদের অন্যতম প্রধান শক্তি। ওইসব সুড়ঙ্গ থেকেই হামাস যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। অনেক দিন ধরেই সুড়ঙ্গগুলি চিহ্নিত করে তা ধ্বংস করার কাজ শুরু করেছে ইসরায়েল।
তদুপরি কিছু সুড়ঙ্গ নিজেদের নিরাপত্তা এবং আত্মগোপনের জন্য হামাস বাহিনি ব্যবহার করছে। ইসরায়েল বাহিনি এই দাবি করছে। বোমা, মর্টার বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও সুড়ঙ্গগুলি ধ্বংস করা যাচ্ছে না। তাই বিকল্প হিসেবে ওই সুড়ঙ্গগুলিতে পানি ঢুকিয়ে হামাস বাহিনিকে পরাজিত করার প্রক্রিয়া শুরু করছে ইসরায়েল।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন