সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
উদ্বোধন ছিল করাচির ড্রিম বাজার শপিং মলের। আর উদ্বোধনের দিনেই একেবারে লুটে নিয়ে গেল গোটা শপিং মল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের এক ব্যবসায়ী দীর্ঘকাল বিদেশে থাকার পর ওই মল তৈরি করেন। উদ্বোধনের দিন গ্রাহকদের জন্য আকর্ষনীয় অফার ছিল। দুপুর গড়াতেই ভিড় বাড়তে থাকে মলের সামনে। ভিড় দেখে আশাপ্রদ ছিলেন মল কর্তৃপক্ষ। তখনও বুঝতেই পারেনি পরিস্থিতি সম্পূর্ণ অন্য মোড় নেবে কিছুক্ষণেই।
সমাজমাধ্যমে ইতোমধ্যে বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, আচমকা হুড়মুড় করে লোকজন ঢুকে পড়ছে শপিং মলের মধ্যে। ঘটনাটি ঘটেছে করাচির গালিস্তান-ই-জহর এলাকায়। জানা গিয়েছে, মল কর্তৃপক্ষ সকলকে সুষ্ঠভাবে মলের মধ্যে প্রবেশ কথা বললেও, আচমকা সকলে ঢকে পড়ে মলের ভেতর। যে হাতের কাছে যা পেয়েছে তাই তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, মলে ভাঙচুর চালায় জনতা। পুলিশ এই উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে ছিল না বলেও অভিযোগ উঠেছে।
ল্ঠুপাটের পরের ভিডিওও বেশকিছু প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, গোতা মল একপ্রকার ফাঁকা পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাপড়, জিনিসপত্র।
তথ্যসূত্র: আজকাল অনলাইন