হিজবুত তাহরির লিফলেটসহ রাবির ২ শিক্ষার্থী আটক

আপডেট: নভেম্বর ২০, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী নগরীর সোনাদিঘির মোড় এলাকা থেকে হিজবুত তাহরির লিফলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত হিজবুত তাহরির সদস্যারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আবদুল মতিন (২৩) ও মাগুড়া শ্রীপুরের সব্দালপুর এলাকার রাসেদ শেখের ছেলে রাবির দর্শন বিভাগের ছাত্র মামুনুর রশিদ (২২)। তিনি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির চড়তা এলাকার আনিছুর রহমানের ছেলে। পরে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ