হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি:


হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস -২০২৪ উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

দেবব্রত বর্মন, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তপন কুমার সেন, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরা বালা, জুনিয়র কনসালটেন্ট, এসআরএসসিপিএস প্রকল্প ,রাজশাহী: সুবীর রঞ্জন পোদ্দার, যুগ্ম সম্পাদক আবাসিক পূজা উদদযাপন পরিষদ, রাজশাহী, শ্রী পার্থ পাল চেীধুরী, সভাপতি, রাজশাহী ধর্মসভা, প্রদীপ কুমার সাহা, সাবেক এজিএম ,জনতা ব্যাংক লিঃ।

অনুষ্ঠানে সামাজিক ব্যক্তিবর্গ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানু বাঁশফোর, মাস্টারট্রেইনার কাম ফ্যাসিলিটেটর, মশিগশি,রাজশাহী।

এ বিভাগের অন্যান্য সংবাদ