মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে রেলওয়ের গুমটিঘর নির্মাণ নিয়ে বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চেকপোস্টের ভারত অংশে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট- ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগী। এর আগে বৈঠক শেষে বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে বৈঠক শেষে সোয়া ১২টার দিকে ফিরে যান প্রতিনিধি দলটি। বৈঠকে ফলপ্রসু আলোচনা ছাড়াও সীমান্তে চোরাচালান, নারী-শিশু ও মাদকপাচার রোধ সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে জানায় বিজিবি।