হু-হু করে বাড়ছে গাধার সংখ্যা, বেজায় স্বস্তিতে পাকিস্তান

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


হু-হু করে বাড়ছে গাধার সংখ্যা। গাধার সংখ্যাবৃদ্ধিতে আপাতত স্বস্তি পাচ্ছে ভারতের পড়শি দেশ পাকিস্তান। কারণ? গাধা রপ্তানি করে দেশের অর্থনৈতিক হাল ফেরাতে মরিয়া পাকিস্তান। গাধা বিক্রি করে এবার আর্থিক সঙ্কট দূর করতে চাইছে তারা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে পাকিস্তানের এক মন্ত্রী জানিয়েছেন, এবার বছরে চিনে ২ লক্ষের বেশি গাধা রপ্তানি করবে পাকিস্তান। সম্প্রতি দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। তাতে চিন যদিও আরও গাধা রপ্তানির আবেদন করেছিল। কিন্তু বর্তমানে বার্ষিক ২ লক্ষ ১৬ হাজার গাধা রপ্তানি করা হবে চিনে।

পরিসংখ্যান বলছে, বর্তমানে পাকিস্তানে ৫৫ লক্ষ গাধা রয়েছে। গোটা বিশ্বের মধ্যে এই নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। গত কয়েক বছরের মধ্যে আরও লক্ষাধিক গাধার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগেও চিনে গাধা রপ্তানি করা হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে।

চিনে গাধা রপ্তানি করে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চাইছে পাকিস্তান। ২০২২ সাল থেকে রাজনৈতিক ও আর্থিক সঙ্কটে ধুঁকছে এই দেশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে বেহাল দশা এই দেশের। গাধা রপ্তানি করে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলেই আশাবাদী তারা।

কিন্তু লক্ষ লক্ষ গাধা আমদানিতে চিনের আগ্রহ কেন? চিনে ইজিয়াও নামের এক ওষুধের চাহিদা তুঙ্গে। এই ওষুধ তৈরি করতে গাধার চামড়া প্রয়োজন। যুগ যুগ ধরে চিনে এই ওষুধের চাহিদা রয়েছে। ত্বকের চর্চায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্ত সঞ্চালন বাড়াতে এই ওষুধ ভীষণ উপকারি। গাধার চামড়া থেকে উপাদান নিয়ে এই ওষুধ তৈরি করা হয়। ওষুধের চাহিদা জোগাতে বছরে লক্ষ লক্ষ গাধা পাকিস্তান থেকে আমদানি করে চিন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ