হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিনা বাঁচতে চায়

আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সদস্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক শামসুন নাহার মিনা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিপূর্বে তার হার্টে রিং বসানো হয়েছে।

বর্তমানে বারডেম হাসপাতালের চিকিৎসকবৃন্দ হার্টে আরেকটি যন্ত্র CRTD (Cardiac Resynchronization Therapy) বসানোর পরামর্শ দিয়েছেন। যন্ত্র স্থাপন, অপারেশন সহ হাসপাতালের খরচ প্রায় ২০ লক্ষ টাকা।

এই চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অসুস্থ সাংবাদিক মিনার পাশে দাঁড়াতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিকাশ নম্বর- ০১৯৭৯-৯৯১৩৭৮ অথবা হিসাব নং- ১৫০১১০৪২৯৩১৯৪০০১ ব্রাক ব্যাংক, গুলশান- ১ শাখা, ঢাকা। তাই আসুন সাংবাদিক মিনাকে বাঁচাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়াই।

উল্লেখ্য মিনা দি বাংলাদেশ পোস্ট পত্রিকার সরকার শরিফুল ইসলামের ছোট বোন ও ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুনের ননদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ