হেডফোন কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাটছিলেন রোকনুজ্জামান (২২) নামে বাঘার এক কলেজ ছাত্র। এই হেডফোনই কেড়ে নিল তার প্রাণ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর এক কিলোমিটার পশ্চিমে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
নিহত রোকনুজ্জামান রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী নুরনগর গ্রামের আনছার আলী সরকারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রোকনুজ্জামান গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কানে হেড ফোন লাগিয়ে রেল লাইনের ধার দিয়ে হেটে বাড়ির দিকে আসছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনের ধাক্কা লাগে। সে টঙ্গীর এক কিলোমিটার পশ্চিমে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেন তার বড় ভাই মেহেদী হাসান রিংকু। লাশ রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরনগর গ্রামে পৌঁছবে বলেও তিনি জানান। রোকনুজ্জামান বিশিষ্ট শিল্পপতি হাকিম সরকারের ভাগ্নী। এছাড়া রোকনুজ্জামান রাজশাহী নিউ ডিগ্রি কলেজের বিবিএ’র ছাত্র ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ