মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
কারগার থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার চালাবেন তা আগেই ঘোষণা করেছিল আম আদমি পার্টি (আপ)। আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা দাবি করেছিলেন, কোনো মতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরিওয়াল। সেই মতই রোববার (২৪ মার্চ) ইডি হেফাজতে বসেই সরকারি কাজ সারলেন তিনি। ইডি হেফাজতে বসে প্রথম নির্দেশ জারি করলেন তিনি পানি দফতরকে একটি আদেশ জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারতের ইতিহাসে এটাই প্রথম ঘটনা ।
বৃহস্পতিবার (২২ মার্চ) দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। টানা দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। আবগারি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি ‘বেআইনি’ বলে দাবি তুলে সরব হয়েছে আম আদমি পার্টির (আপ)। দলের সুপ্রিমোর গ্রেফতারির প্রতিবাদে রাজধানীর রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন দলটির নেতাকর্মিরা।
আপ সূত্রে খবর, রোববার একাধিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। একটি মোমবাতি মিছিলও বার করার কথা আছে আপের। এ ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হবে বলেও শনিবার জানিয়েছিল আপ। পাশাপাশি দিকে দিকে বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাদের।
এমন অবস্থায় রাজধানীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। দিল্লি পুলিশ ইতোমধ্যেই নিরাপত্তা আরো জোরদার করেছে। দিল্লির রাস্তায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও, দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে এবং ইডি দফতর যাওয়ার রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ আধা সামরিক বাহিনীও মোতায়েন করার ব্যবস্থা করেছে। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা তথ্য পেয়েছি যে আপের কর্মী এবং নেতারা বিক্ষোভ দেখাবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা নিরাপত্তা জোরদার করছি। দিল্লি পুলিশের কর্মীদের সঙ্গে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে।’ এ ছাড়াও সব থানাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, রাজধানীর ট্র্যাফিক ব্যবস্থা দিকেও নজর দেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
অন্যদিকে, রোববার ইডি হেফাজত থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কেজরিওয়াল। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী পানি মন্ত্রণালয়কে একটি আদেশ জারি করেছে। একটি নোটের মাধ্যমে পানিমন্ত্রী অতিশীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়ালকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি জানিয়ে ইতোমধ্যেই দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এমন একজনকে মুখ্যমন্ত্রিত্বের মতো গুরুত্ব পদে রাখা সমীচীন নয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী পদে থেকে কেজরিওয়াল যে বেতন নিতেন, তার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী। উল্লেখ্য, নিম্ন আদালতের ইডি হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন কেজরিওয়াল। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। যদিও সেই আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন