হেফাজত নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা

আপডেট: মে ১২, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


হেফাজত ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির নুর উদ্দিন আহমেদ বলেছেন, কুরআন ও সুন্নাহ বিরোধী নারী কমিশনের প্রতিবেদন হেফাজত ইসলাম মেনে নেবে না। আগামী দুই মাসের মধ্যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মীদের নামে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে, মামলা প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সোমবার (১২ মে) শহরের ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিকেল ৫ টায় হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার উদ্যোগে আয়েজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনছেন।

সংগঠনটির নাটোর জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ মাদানীর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রধান আলোচক শায়খ মুফতি ইজাহারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।

এসময় নেতৃবৃন্দরা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন, কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পুণ্য আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল, ফ্যাসিবাদের আমলে শাপলা চত্বরে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, সকল গণহত্যার বিচার,ফিলিস্তিনি এবং ভারতে মুসলমানদের নিপীড়ন বন্ধের দাবি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ