রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল সূর্যমুখীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলের ওই অভিযানে হোটেল থেকে ৭ যৌনকর্মীসহ ১৩ জনকে আটক করে কারা ও অর্থদ- দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন ওই হোটেলটিতে অসামাজিক কর্মকা- চলছে বলে স্থানীয়রা বেশ কিছুদিন ধরে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল ও শান্তনু কুমার দাশের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত হোটেলটিতে অভিযান চালান।
এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৭ যৌনকর্মী ও ৫ খদ্দেরকে আটক করা হয়। আটক করা হয় হোটেলের ব্যবস্থাপক সুবাস চন্দ্র বর্মনকেও। এছাড়া হোটেল থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ কনডম, লুব্রিক্যান্ট ও যৌন উত্তেজক ওষুধ।
আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে সুবাস স্বীকার করেন, দীর্ঘদিন ধরে হোটেলটিতে বাণিজ্যিকভাবে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত সুবাসসহ আটক সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও বিভিন্ন অঙ্কে অর্থদ- দেন।
এও ব্যাপারে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, সমাজে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে এ ধরনের অসামাজিক কর্মকা- বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে সুন্দর ও সুস্থ সমাজ গড়তে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।