শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর মোহনপুর উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে দোকানে দোকানে অ্যালকোহল সরবরাহ করার সময় দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার) অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় অ্যালকোহল ডেলিভারির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- ডেলিভারিম্যান ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মোস্তাক আল রুবিন (৫২) ও পটুয়াখালির দশমিনার আব্দুস সালাম মৃধা (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে অ্যালকোহল সরবরাহ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে ধরা পড়েন চক্রের দুই সদস্য। তারা হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহল বিক্রি করতেন। এই অ্যালকোহল ঢাকায় ফ্যাক্টরিতে প্রস্তুত হয়।
র্যাব আরও জানায়, অ্যালকোহল সেবনে সম্প্রতি মোহনপুরে তিনজনের প্রাণহানিও ঘটেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে র্যাব।