হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ

সুসি উইলস। ছবি: রয়টার্স

সোনার দেশ ডেস্ক :


হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফের তকমা পেতে যাচ্ছেন ৬৭ বছর বয়সী সুসি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি বিবৃতিতে সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। তার নির্বাচনি প্রচারণার দুই ব্যবস্থাপকের একজন সুসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই নিজের প্রশাসন ঢেলে সাজাতে চান ট্রাম্প। আর তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই শুরু করেছেন। তাদের মধ্যে প্রথম সুসির নাম ঘোষণা করলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনাসহ প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন একজন ব্যক্তি এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন। তিনি আমাদের দেশকে যে গৌরবান্বিত করবেন এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।

মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করার পর থেকে ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছেন ট্রাম্প।

চারটি সূত্র জানিয়েছে, নিজ প্রশাসনের শীর্ষ পদগুলোতে কাদের নিয়োগ দেবেন এ নিয়ে এখন ভাবছেন ট্রাম্প। নিয়োগের জন্য যাদের কথা বিবেচনা করছেন, তাদের অনেকেই তার প্রথম শাসনামলে (২০১৭-২০২১) কাজ করেছেন।

ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ সুসি। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে ট্রাম্পের প্রচারণা কার্যক্রম ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

তবে ট্রাম্পের আগের নির্বাচনি প্রচারণার তুলনায় এবারের প্রচারাভিযান ছিল অনেক বেশি সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ।
নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ভাষণেও ট্রাম্প এই দুজন ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়েছেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

 

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version