হোল্ডিং ট্র্যাক্স সহনীয় পর্যায়ে রাখার দাবিতে স্মারকলিপি

আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী সিটি করপোশেনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সহনীয় পর্যায়ে নির্ধারণ করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় স্মারকলিপি গ্রহণ করেন, বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। উপস্থিত ছিলেন, রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক প্যানেলের সদস্য মো.সামসুদ্দিন, ভাষাসৈনিক মো. মোশাররফ হোসেন আখুঞ্জি, বাসসের জেলার সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর আলী, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহসভাপতি মো. মাহবুব আলম, রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মদ খান, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টুকু, রাজশাহী সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার আলী, পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, আরডিএ মার্কেট কমিটির সহ-সভাপতি আজম আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ