হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি !

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের নিবাসে বিপদঘণ্টা! সোমবার (৮ জানুয়ারি) হোয়াইট হাউসের বাইরের একটি গাড়ি গেটে ধাক্কা মেরে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

অভিযুক্ত চালককে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, স্থানীয় সময় মোতাবেক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে। হঠাৎই হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি।

এ বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখ্য জনসংযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কী কারণে গেটে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।’ জানা গেছে, ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন। হোয়াইট হাউসের এই ঘটনার জেরে ১৫ স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যানজটের সৃষ্টি হয়।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন