হ্যাভিয়ার মিলেই আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট

আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক :


আর্জেন্টিনার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাভিয়ার মিলেই (৫৩)। রোববার (১৯ নভেম্বর) নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী এ রাজনীতিক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, অর্থমন্ত্রী সার্জিও মাসা। সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সূত্রমতে, ৯০ শতাংশের অধিক ভোট গণনা শেষে জানা গেছে, ৫৬ শতাংশ ভোট হ্যাভিয়ার মিলেই পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সার্জিও মাসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। আইন অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৪৫ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা আছে। অথবা বিজয়ী প্রার্থীকে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ