রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের স্থগিত থাকা ভর্তি কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক বা, স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারিত হয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।
এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে রাবির সকল কার্যক্রম শুরু হবে এবং মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানানো হয়। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য ভবন লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ১ জুলাই পেনশন নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। ১৮ জুলাইয়ের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা করেছিল কর্তৃপক্ষ।