১০০ গ্রাম হেরোইন ও ৪৫৯ পিস টারপেন্টাডল ট্যাবলেটসহ এক কারবারি গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯.৪০ মিনিটে দূর্গাপুর থানার জয়পুর ইউনিয়নের বাজুখলসী (মঙ্গলপাড়া) থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৪৫৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক কারবারি গ্রেফতার করেছে।

এ সময় দুর্গাপুর থানার বাজুখলসী (মন্ডলপাড়া)এর নাজিমুদ্দিনের ছেলে সোহেল রানা (৩১) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, আটক হেরোইন এবং টারপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে হেফাজত করেছিল।
আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানায় এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ