১০ টাকা কেজির চালে অনিয়ম হলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১২:১৩ পূর্বাহ্ণ

PM-Food
সোনার দেশ ডেস্ক
খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“যদি কেউ অনিয়ম করে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে,”সংসদে বলেছেন তিনি।
বুধবার আইনসভায় সংসদ সদস্য শওকত হোসেন বাদশার এক প্রশ্নের জবাবে এই সতর্কবার্তা দেন সরকার প্রধান।
ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “যারা ডিলারআছে, তাদের ডিলারশিপ বাতিল করে দেয়া হবে। নির্বাচিত প্রতিনিধি, তারা যদি কোনো অনিয়ম করে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।”
গত সেপ্টেম্বর থেকে গ্রামীণ জনপদের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতিকেজি চাল ১০ টাকা দরে বিক্রি শুরু করেছে সরকার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।
এ কর্মসূচি দীর্ঘমেয়াদে চলবে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলেন, “এতে দেশের আড়াই থেকে তিন কোটি লোক উপকৃত হবে এবং এ দেশের আর কেউ না খেয়ে কষ্ট পাবে না।”
তবে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই কর্মসূচির আওতায় ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সুবিধাভোগীর যে তালিকা করা হয়েছে, তা যাচাই করে দেখতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।
“পাশাপাশি আমাদের সরকারি কর্মকর্তা যারা এরসঙ্গে সম্পৃক্ত, তাদেরকেও আমার অনুরোধ থাকবে, তারা এটা দেখবেন কীভাবে এটা অনিয়ম হয়েছিল।”
তিনি বলেন, যারা স্বচ্ছল, বাজার থেকে কিনে খাওয়ার সামর্থ্য আছে, তারা এই চাল পাবে না। যাদের সামর্থ্য নেই, তাদের নামই কেবল এই সুবিধাভোগীর তালিকায় আসবে।- বিডিনিউজ