১০ দফা দাবিতে রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়ন একাংশের স্মারকলিপি

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি


১০ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাবি সংসদ। সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে এই এই স্মারকলিপি দেয় সংগঠনটি।

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা; সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়ানো ও রাতের সিডিউলে বাসের সংখ্যা বাড়ানো; গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো; অতিদ্রুত রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা; বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচলে প্রশাসনিক নজরদারি বাড়ানো।

এছাড়াও, আবাসিক হলের ডাইনিং-এ ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বাড়ানো; মেডিকেল সেন্টারের আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করা; ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়ানো; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশার সংখ্যা নির্দিষ্টকরণ করা এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করা।

স্মারকলিপি দেওয়ার বিষয়ে ছাত্র ইউনিয়ন, রাবি শাখার সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, আমরা ছাত্র বান্ধব কাজ করে থাকি। ছাত্রদের সহযোগিতায় আমরা কাজ করে যাবো।

স্মারকলিপি প্রদানকালে ছাত্র ইউনিয়ন, রাবি সংসদের সভাপতি মাসুদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক পরমা মোস্তফা সহ ছয়জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ