১০ দিনের রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে যুবলীগ সভাপতি তমাল

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার তাকে পাবনা জেল হাজত থেকে ঈশ্বরদী থানায় রিমান্ডে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, তমালের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার তদন্তকারী কর্মকর্তাদ্বয় আদালতের নিকট রিমান্ডের জন্য আবেদন করলে পাবনার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত মঙ্গলবার বিকেলে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গুলি ও বিস্ফোরক আইনের মামলায় ৫ দিন ও অস্ত্র মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গুলি ও বিস্ফোরক মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এবং অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক নয়ন কুমার সাহা রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষন ঘটনার মামলায় তমালকে আসামী করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার ভৌরে বিদেশী পিস্তলসহ র‌্যাব তাকে গ্রেপ্তার করলে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় তমালকে একমাত্র আসামী করা হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় আরো একাধিক মামলা রয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ