বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চুনকাম হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে মানরক্ষা করল শ্রীলঙ্কা। সোমবার ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২৫ রান। ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেট। এ দিন একটির বেশি উইকেট ফেলতে পারেনি ইংল্যান্ড। পাথুম নিসঙ্ক শতরান করে শেষ পর্যন্ত থেকে জিতিয়ে দেন শ্রীলঙ্কাকে। আট উইকেটে জেতে শ্রীলঙ্কা। ১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতল তারা।
চতুর্থ ইনিংসে জেতার জন্য ২১৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। দিমুথ করুণারত্নেকে (৮) হারালেও ক্রিজ়ে ছিলেন নিশঙ্ক এবং কুশল মেন্ডিস। সোমবার তারাই ইনিংস শুরু করেন। মেন্ডিস ৩৯ রানে আউট হয়ে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথেউস অঘটন হতে দেননি।
নিশঙ্ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ রান করে। ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১২৩ বলে ইনিংস সাজিয়েছেন তিনি। ইংল্যান্ডের মতোই আগ্রাসী ক্রিকেট খেলেছেন। তুলনায় ম্যাথেউস টেস্টের মতোই খেলেছেন। তাঁর কাজ ছিল নিশঙ্ককে সঙ্গ দেওয়ার। সেই দায়িত্ব ভালভাবেই পালন করেন। অপরাজিত থাকেন ৬১ বলে ৩২ রান করে।
প্রথম ইনিংসে অধিনায়ক অলি পোপের শতরানে ভর করে ৩২৫ রান করে ইংল্যান্ড। সেই রানের জবাবে শ্রীলঙ্কা তোলে ২৬৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে। লাহিরু কুমারা এবং বিশ্ব ফের্নান্দো মিলে ইংরেজ ব্যাটারদের বিপদে ফেলে দেন। এই ম্যাচ খেলতে নামার আগে শ্রীলঙ্কা বিশেষ পরিকল্পনা করেছিল জো রুটকে অল্প রানে আটকে রাখার। সেটাতে সফল হয় তারা।
প্রথম একাদশে রাখেননি কোচ, সেই রোনাল্ডোই জেতালেন পর্তুগালকে, জিতল স্পেন, ক্রোয়েশিয়াও
প্রথম ইনিংসে রুট করেন ১৩ রান। দ্বিতীয় ইনিংসে তিনি ১২ রানের বেশি করতে পারেননি। রুট আটকে যেতেই থমকে যায় ইংল্যান্ডের ব্যাটিং। প্রথম ইনিংসে পোপের শতরান বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে জেমি স্মিথ (৬৭) চেষ্টা করলেও রক্ষাকর্তা হতে পারেননি।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন