সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত নবম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। গতকাল সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছে স্বাগতিক ইরান, আর ব্রোঞ্জ জিতেছে চিন। এই ইভেন্টে ১ হাজার ৮৬০ স্কোর করে বাংলাদেশকে রুপা এনে দিয়েছেন তিন শুটার রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান ও রবিউল ইসলাম। এর মধ্যে মধ্যে রাব্বী সর্বোচ্চ ৬২৪.৬ স্কোর করেন। রবিউল ৬১৮.১ ও রিসালাতুল ৬১৭.৩ স্কোর করেন। রাইজিংবিডি