রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১.২০ টায় জেলার দূর্গাপুর থানার ফলিয়ারবিল ব্রিজের ওপর হতে ১১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী দুর্গাপুর থানার চকজয়নগরের লালবর রহমানের ছেলে স্বাধীন হোসেন (২৪)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত লালবর দুর্গাপুরের সাং-বাজুখলসী (কানপাড়া)-এর পলাতক আসামী বজলু সরকারের ছেলে নবাব সরকার (৩৩), আবুল হোসেনর ছেলে মুকুল (৩৫) এর সহায়তায় বিক্রির উদ্দেশ্যে দুর্গাপুরে নিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গাপুর থানায় এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।