শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
১২৯ বছরের রেকর্ড ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়লেন ১৯ বছর বয়সি এ তরুণ তুর্কী।
১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ফেরিস পান ৫ উইকেট। নিউ সাউথ ওয়েলসের এ পেসার একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট পকেটে পুরেন।
অন্যদিকে মেহেদী হাসান মিরাজ নিজের অভিষেক টেস্টে নিয়েছিলেন ৭টি উইকেট। এরপর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দারুণ বোলিংয়ের ধারাবাহিকতায় মিরাজ দ্বিতীয় ইনিংসেও নিলেন ৬ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত মিরাজের উইকেট সংখ্যা ১৯টি।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন দুই সপ্তাহও হয় নি। কিন্তু এরই মধ্যে আলোড়ন তুলেছেন মেহেদী হাসান মিরাজ। তার রহস্যময়, দুর্বোধ্য ও বৈচিত্র্যময় বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। এরপর আরো ১ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েন ডানহাতি এই অফস্পিনার। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেয়ার মধ্য দিয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ারও রেকর্ড গড়েছেন মিরাজ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। মিরাজ কম ওভারে ১২ উইকেট নিয়ে এনামুল জুনিয়রকে ছাড়িয়ে গেছেন।
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট পেয়েছেন। তারা হলেন, বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (১৯), অস্ট্রেলিয়ার জন জেমস ফেরিস (১৮), চার্লি টার্নার (১৭), জিম্বাবুয়ের অ্যাডাম হাকলি (১৬), অস্ট্রেলিয়ার টম কেন্ডাল (১৪) ও ইংল্যান্ডের স্কলিফিল্ড হাই (১৪)।