মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৩ মে) বিকাল-৫.৪০ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানার কাঠালবাড়িয়ায় অভিযান চালিয়ে ১২ টি মামলায় আসামী ছিনতাই ও চাঁদাবাজ দলের নেতা সাব্বির (২৭)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী পুঠিয়ার কাঠালবাড়িয়ার সবুর মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামী সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২ টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী-মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চাঞ্চল্যকর এসব ঘটনার সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
আসামীকে রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।