১২ দিন পর ঈশ্বরদী জংসন স্টেশন থেকে কড়া পুলিশি প্রহরায় ছাড়ল ট্রেন

আপডেট: আগস্ট ১, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংসন ষ্টেশন থেকে টানা ১২ দিন পর ছাড়ল ট্রেন। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকা কমিউটার এবং বেলা পৌনে এগারটায় খুলানগামী আন্তঃনগর মহানন্দা এক্সপ্রেস ট্রেন দুটি ঈশ্বরদী জংসন স্টেশন থেকে ছেড়ে যায়।

এদিকে ট্রেন ছাড়ার আগে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন ঘিরে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা বেগম জানান, আপততঃ ঢাকা কমিউটার ও মহানন্দা এক্সপ্রেস নামের দুটি ট্রেন ঈশ্বরদী থেকে ঢাকা ও খুলনার উদ্দ্যেশ্যে বৃহস্পতিবার ছেড়ে গেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য কারফিউ ও কোটা সংস্কার আন্দোলন শুরুর পর গত ১৯ জুলাই থেকে এ পর্যন্ত পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগসহ দেশের সব রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ