১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে: হাসনাত

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


এক সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এসেছি। তবে এখনো এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি।

“সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে।”

বুধবার বিকালে তিনি কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ করেন। এ সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অন্তর্র্বতী সরকারের উদ্দেশে বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী সময়ে বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ