বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছরে সবার জন্য আমার দরজা উম্মুক্ত রেখেছি, আমি আপনাদের দুয়ারে এসেছি, আপনারা দয়া করে আপনাদের দুয়ার আমার জন্য খুলে দিয়ে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
রোববার (৩১ ডিসেম্বর) রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
আড়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবাব আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনাদের মূল্যবান ভোটে তিন বার সংসদ সদস্য হয়েছি। এরমধ্যে দুই বার হয়েছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবা করে যাচ্ছি। আমার জীবনে কোনো অন্যায় ও অনৈতিক কাজ করিনি। তাই আমার বিশ্বাস ভালোবেসে চতুর্থবারের মতো আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাঘা ও চারঘাটের কোনো ভিক্ষুক আমার গাড়ির সামনে দাঁড়ালে গাড়ি থামিয়ে কথা বলি। প্রধানমন্ত্রী আমাকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তাই জাতীয় পর্যায়ে আমার অনেক দায়িত্ব। তারপরও এলাকায় যেভাবে সময় দিয়েছি, আমার বিশ্বাস ৫২ বছরে কোন এমপি মন্ত্রী এভাবে সময় দেয়নি। আগামীতেও আপনাদের দোয়াই এভাবে কাজ করতে চাই।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আড়ানী ইউনিয়নের ঝিনা ও নিমপাড়া ইউনিয়নের জাগিরপাড়া, বালাদিয়ার, ভাটপাড়া, নন্দনগাছি বাজারে গণসংযোগ করেন।