সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
হারিয়ে গিয়েছে বহু যুগ আগে। তবে তার পায়ের ছাপ থেকে আজও সকলের কাছে সেরা হয়ে উঠল।
সার্দিনিয়ার বুকে অবাক করা কা-। একটি ডকুমেন্টারি করার সময় মাটির তলায় খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। তবে এরপর সেখান থেকে অবাক করা বিষয় সামনে চলে এল। হাতের কাছে এসে গেল পায়ের ছাপ।
গবেষকরা মনে করছেন এই পায়ের ছাপ ১৬৫ মিলিয়ন বছর আগের ডাইনোসরের। এই পায়ের ছাপ থেকে বোঝা গেল ডাইনোরা জুরাসিক যুগে ছিল। তবে তাদের ছাপ তারা যেভাবে নিজের ছাপ রেখে গিয়েছে তাতে তাদের অস্বস্তি আজও উঠে এল।
ইটালির বুক থেকে পাওয়া এই পায়ের ছাপ আগামীদিনে ডাইনোদের সম্পর্কে আরও তথ্য তুলে ধরবে। পায়ের যে ছাপ পাওয়া গিয়েছে সেটি থেরোপড ডাইনোসরের। এরা অ্যালোসোরাস প্রজাতির। এরা তৃণভোজী ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে যে পায়ের ছাপ মিলেছে তা থেকে বোঝা যায় এরা আকারে অনেকটা বড় ছিল।
সার্দিনিয়াতে ডাইনোরা ছিল এই খোঁজ বহুদিন ধরেই বিজ্ঞানীরা করছিল। এই পায়ের ছাপ সেই চিন্তাকে অনেকটা বাস্তবের রূপ দিয়েছে। যে পায়ের ছাপটি মিলেছে সেটি ১.২ থেকে ১.৬ মিটার লম্বা। ফলে মনে করা হচ্ছে এটি আকারে বড় ছিল এবং অনেকটাই ওজনের ছিল।
এই ডাইনোকে একটি ডাকনাম দিয়েছে বিজ্ঞানীরা। তারা এটিকে বিবি বলেছে। মনে করা হচ্ছে এটি স্ত্রী প্রজাতির ছিল। ফলে এর দেহের ওজন অনেক বেশি ছিল। এবার পায়ের ছাপের সঙ্গে তাল রেখে এদের দেহের আকার গঠন করা কাজ চলছে।
যে বিজ্ঞানীরা এই কাজ করছেন তারা মনে করছেন এমন একটি আবিষ্কার বিশ্বকে ডাইনোদের সম্পর্কে অনেক নতুন তথ্য তুলে দেবে। যে এলাকা থেকে এই ছাপ পাওয়া গিয়ছে সেখানে আরও খোঁজ করা হচ্ছে। যদি এমন আরও ছাপ মেলে তাহলে সেটাও হবে বিরাট আবিষ্কার। তবে এবিষয়ে আরও গবেষণা করা হবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন