শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
মানুষের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে, তার ধারণা কমবেশি সকলেরই রয়েছে। কিন্তু জানেন কি, পশুপাখিরাও প্রতিশোধ নেয়! বিশেষত, কাক। নিত্যদিন শহরের আনাচেকানাচে যে পাখি ঘুরতে দেখা যায়, সেটি দীর্ঘদিন পর্যন্ত মনে রাখে মানুষের ব্যবহার। দুর্ব্যবহার করলে, তা সময় মতো ফিরিয়েও দেয়!
সম্প্রতি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের বিজ্ঞানী, প্রফেসর জন মার্জলুফ ২০০৬ সালে এই সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা শুরু করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পর্যবেক্ষণ শেষ করে তিনি জানান, কাক ১৭ বছর পর্যন্ত প্রতিশোধ নিতে পারে। ১৭ বছর ধরে মানুষের ব্যবহার এরা মনে রাখে। ২০০৬ সালে মুখে মাস্ক পরে সাতটি কাক ধরে খাঁচায় রেখে দিয়েছিলেন। এরপর ডানায় মার্ক করে, কোনও আঘাত না করেই ছেড়ে দেন।
কিন্তু বিজ্ঞানীর এই আচরণে বেজায় ক্ষেপে যায় কাকগুলি। মার্জলুফ জানিয়েছেন, এই ঘটনার পর থেকে প্রায়শই তাঁর উপর হামলা করত কাকগুলি। এমনকী মুখে সেই মাস্ক পরলেই আরও একদল কাক এসে হামলা চালাত। টানা সাতবছর তাঁকে উত্যক্ত করেছে ওই কাকের দল। ২০১৩ সাল থেকে ক্রমেই হামলার মাত্রা কমতে থাকে। ২০২৩ সালে সেই মাস্কটি পরে রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু তখন কাকগুলি দেখেও কোনও হামলা চালায়নি।
কাকের প্রতিশোধ, তাদের আচরণ নিয়ে বই লেখার চিন্তাভাবনা করছেন বিজ্ঞানী। জানিয়েছেন, কাক নিত্যদিন যাদের দেখে, সেই সব মানুষের মুখ মনে রাখে। দুর্ব্যবহার করলে, সময়মতো প্রতিশোধ নেয়। একদল কাক সেই ঘটনা ছড়িয়ে দেয় অন্য দলেও। কখনও দলবদ্ধ হয়ে, কখনও বা একাই প্রতিশোধ নেয় কাক।
তথ্যসূত্র: আজকাল অনলাইন