রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি গোলাম মোস্তফা (৫৫) রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর পানির পাম্প এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯:৩০ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামি গোলাম মোস্তফাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় আসামির বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।